
পশ্চিম মেদিনীপুর জেলা
West Medinipur
পশ্চিম মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। ২০০২ সালের ১লা জানুয়ারী বৃহত্তর অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুই ভাগে বিভক্ত করে এই জেলা প্রতিস্থাপিত হয়। এই জেলাতে চারটি মহকুমা রয়েছেঃ খড়গপুর, মেদিনীপুর সদর, ঝাড়গ্রাম এবং ঘাটাল।
ইতিহাস
ঐতিহাসিক মতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন (তৎকালীন দন্দভুক্তি) এলাকায় রাজা শশাঙ্কের রাজত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঐ সময়কালে তাম্রলিপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই জেলার অনেকাংশ। ১০২১-১০২৩ খ্রিষ্টাব্দে রাজা রাজেন্দ্র ঢোলের আক্রমনের পর তাম্রলিপ্ত সাম্রাজ্যের পতন হয়। এরপর ১১৩৫ খ্রিষ্টাব্দে রাজা অনন্ত বর্মণ মেদিনীপুরের (তৎকালীন মিধুনপুর) দখল নেন। খ্রিষ্টীয় ১৩০০-১৫০০ শতাব্দীতে সারা বাংলায় মুসলিম সাম্রাজ্যের বিস্তার হলেও বিষ্ণুপুরের হিন্দু রাজা এবং জমিনদারেরা মেদিনীপুরের সুবিশাল অংশে হিন্দু সাম্রাজ্য ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। ১৫০০ শতাব্দীর শুরুতে মেদিনীপুর মুঘল সাম্রাজ্যের অধীনে চলে আসে। ১৬৮৭ খ্রিষ্টাব্দে জব চার্নক মেদিনীপুরের হিজলিতে আসেন। ১৭০০ শতাব্দীর মধ্যান্তরে মারাঠারা একাধিক বার মেদিনীপুরে আক্রমন ও লুঠতরাজ করে। ১৭৫২ খ্রিষ্টাব্দে পশ্চিম মেদিনীপুরের একাংশ মারাঠা সাম্রাজের অধীনে চলে যায়। এরপর ব্রিটিশ আমলে মেদিনীপুর একাধিক স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সাক্ষী থেকেছে।
ভূগোল
আবহাওয়া ও জলবায়ু
পশ্চিম মেদিনীপুর জেলার আয়তন ৯২৯৫.২৮ বর্গ কিমি।
এই জেলার আবহাওয়া চরমভাবাপন্ন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৪৫ ডিগ্রি ও ১০ ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাতের পরিমান ১৫১৪ মিমি।
জনসংখ্যা
২০১১ এর আদমশুমারি অনুযায়ী এই জেলার জনসংখ্যা ৫৯৪৩৩০০ জন। এরমধ্যে ৫১.০২ শতাংশ পুরুষ এবং ৪৮.৯৭ শতাংশ মহিলা।
উল্লেখ্য শহরসমূহ
মেদিনীপুর সদর এই জেলার জেলা শহর। এছাড়া বাকি গুরুত্ত্বপূর্ণ শহরগুলি হলঃ খড়্গপুর, ঝাড়গ্রাম, ঘাটাল, বেলদা, চন্দ্রকোণা, রামজীবনপুর, গড়বেতা, বালিচক, দাঁতন, মোহনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, কেশিয়াড়ী, কেশপুর, নারায়ণগড়, সবং এবং দাসপুর।
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
পশ্চিম মেদিনীপুর জেলাতে থাকা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় গুলি হলঃ
- বেলদা কলেজ
- ভট্টর কলেজ, দাঁতন
- চাইপাত এস.পি.বি. মহাবিদ্যালয়
- চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়
- ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়
- গড়বেতা কলেজ
- ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়
- গৌরব গুইন মেমোরিয়াল কলেজ (চন্দ্রকোনা রোড কলেজ)
- হিজলি কলেজ
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর
- ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি (চন্দ্রকোনা)
- ঝাড়্গ্রাম রাজ কলেজ
- কে.ডি. কলেজ অফ কমার্স এন্ড জেনারেল স্টাডিজ
- খড়গপুর কলেজ
- খড়গপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল
- মেদিনীপুর কলেজ
- মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল
- মেদিনীপুর ল কলেজ
- মেদিনীপুর মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল
- নাড়াজোল রাজ কলেজ
- পিংলা থানা মহাবিদ্যালয়
- রাজা নরেন্দ্র লাল খান ওমেনস কলেজ
- সবং সজনী কান্ত মহাবিদ্যালয়
- সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়
- সাঁওতাল বিদ্রোহ সার্ধ শতবার্শিকী মহাবিদ্যালয় (গোয়ালতোড় কলেজ)
- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক
- সেবা ভারতী মহাবিদ্যালয় (কাপগাড়ি কলেজ)
- সেবা ভারতী কৃষি বিঞান কেন্দ্র
- শিলদা চন্দ্র শেখর কলেজ
- সুবর্নরেখা মহাবিদ্যালয় (গোপীবল্লভপুর কলেজ)
- সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়
- বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ
- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
- বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় (মানিকপাড়া কলেজ)
দর্শনীয় স্থানসমূহ
- ঝাড়গ্রাম
- চিল্কিগড়
- বেলপাহাড়ি
- গোপগড় হেরিটেজ পার্ক (মেদিনীপুর শহরের নিকটবর্তী)
- হাতিবাড়ি অরন্য ও পাখিরালয়
- গুড়্গুড়িপাল হেরিটেজ পার্ক
- গনগনি (গড়বেতা)
- রামেশ্বর মন্দির ও তপোবন (রোহিনীর নিকটবর্তী)
- প্রয়াগ ফিল্ম নগরী (চন্দ্রকোনা রোড)